ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ : মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের সাথে ঝালকাঠি জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, ঝালকাঠির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে মাঠ প্রশাসনের বিষয় নিয়ে এ সভা হয়।
মন্ত্রী পরিষদ বিভাগে অতিরিক্ত সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী এতে প্রধান অতিথি ছিলেন। ঝালকাঠি জেলা প্রশাসক মিজানুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: শফিউল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: জাকির হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ার ২০২১ সালের পূর্বে সরকারের গৃহীত কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়ন করে বাংলাদেশকে কাংঙ্খিত লক্ষ্যে পৌছে দেয়ার জন্য সকলকে আন্তরিক ভাবে কাজ করতে আহ্বান জানান।