ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা হত্যা : ৪ আসামি কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা আবদুস ছালাম খান হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চুসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১টার দিকে আসামিরা ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক রুবাইয়া আমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারীরা হলেন রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, যুবলীগ নেতা আলম হাওলাদার, হুমায়ুন কবির ও মান্নান ফরাজী।

এর আগে গত ১৮ নভেম্বর সন্দেহভাজন হিসেবে আটক ফারুক মুন্সী ও বাদশাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর বিকেলে মুক্তিযোদ্ধা আবদুস ছালাম খানকে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের আমতলা ঈদগাঁহ মাঠসংলগ্ন এলাকায় পিটিয়ে আহত করা হয়। পরদিন সকালে তার মৃত্যু হয়।

আবদুস ছালাম খান ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা ও একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

এ ঘটনায় আবদুস ছালাম খানের ছেলে মুরাদ খান বাদী হয়ে ১৫ নভেম্বর আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।