ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ্
“দুর্যোগ ঝুকি কমাতে হলে কৌশল সমূহ বলতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্বার্হী অফিসার ডাঃ শরীফ মুহাম্মাদ ফয়েজুল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান, বন কর্মকর্তা মোঃ আলমঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন প্রমূখ।