ঝালকাঠি প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ্
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদী থেকে মা ইলিশ শিকারের সময় ৪ অসাধু জেলেকে আটকের পর প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নলছিটি উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, বুধবার রাতে উপজেলা চত্বরে ভ্রাম্যমান আদালতের বিচারক নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা এ কারাদণ্ড দেন। আটক হওয়া জেলেদের কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের ৫শত মিটার জাল ও ৯টি বৈঠা জব্দ করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন, উপজেলার তিমিরকাঠি গ্রামের সত্তার খন্দকারের পুত্র মো. আনোয়ার হোসেন, টিয়াখালি গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র শহিদুল, গৌরিপাশা গ্রামের আজাহার হাওলাদারের পুত্র আলমগীর ও সাইফুল।বুধবার দুপুরে ও বিকেলে উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনা, থানার টিএসআই সালেমের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে অংশ গ্রহণ করেন।এসময় সুগন্ধা নদীর তীরবর্তী তিমিরকাঠি ও গৌরিপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়।