ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্
ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে এখন পর্যন্ত আওয়ামী লীগ দলীয় ৫ জন প্রার্থী মনোনয়নের জন্য আবেদন করেছেন। আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় সূত্র বিষয়টি অনলাইন সংবাদমাধ্যম পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম, ব্যবসায়ী খান মুহাম্মদ আরিফুর রহমান ও ঝালকাঠি বণিক সমিতির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম কিনেছেন।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীরা দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে পারবেন। সেখান থেকে যাচাই-বাছাই করে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনি বোর্ড সংক্ষিপ্ত তালিকা করে দলীয় সভানেত্রীর কাছে উপস্থাপন করবে।
এরপর সেখান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে চূড়ান্ত মনোনয়ন দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।