ঝিনাইদহে গ্রামবাসির মধ্যে সংঘর্ষে ২০ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ভোরে দু’ দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, জেলার সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের জলহর গ্রামের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ নিয়ে রতন ও নিরঞ্জন গ্রুপ এবং প্রতিপক্ষ কৃষ্ট ও আনন্দ গ্রুপের লোকজন ঢাল-সড়কি, রামদাসহ গ্রাম্য অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়।

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে সুবাশ চন্দ্র, সরজিৎ বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, শিমুল বিশ্বাস, রোহিন্দ্রনাথ বিশ্বাস, সম্রাট, শ্রীরাম, মেঘনাথ ও পরিমলসহ সবাইকে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে ডিউটিরত চিকিৎসক জানিয়েছেন।

ঘটনার পর থেকে সনাতন ধর্মের দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।