ঝুকিপুর্ন মহাসড়ক মেরামতের দাবিতে মানববন্ধন!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:বুড়িমারী স্থল বন্দর হতে লালমনিরহাট বড়বাড়ী, মহেন্দ্রনগর ও মোস্তাফি পর্যন্ত ঝুকিপুর্ন সড়ক মেরামতের দাবিতে লালমনিরহাট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ ৩ (তিন) ঘন্টা ব্যাপী মহা সড়ক অবরোধ করে।lalmonirhat-p-3
সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহা সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রাখে।লালমনিরহাটের সাথে একমাত্র আঞ্চলিক মহা সড়কটি বন্ধ হয়ে গেলে সাধারন যাত্রীরা চরম দুর্ভোগে পরে। এসময় কয়েক শত বাস, ট্রাক মহা সড়কে আটকে পরে ।লালমনিরহাট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ লালমনিরহাট-বুড়িমারী পর্যন্ত এ অবরোধের ডাকদেন। তারা দ্রূত ঝুকিপুর্ন সড়ক মেরামতের দাবি জানান।
লালমনিরহাট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আমিনুল হক বলেন, দ্রূত ঝুকিপুর্ন সড়ক মেরামত না করলে আবারও কঠিন কর্মসুচী ঘোষনা করা হবে বলে তিনি জানান।