
রবিউল ইসলাম.টঙ্গীঃ গাজীপুরের টঙ্গী আউচপাড়া এলাকার মো. জুয়েলের বাড়ি থেকে থেকে এক ঝুট ব্যবসায়ীর লাশ গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। নিহতের নাম রিপন (৫০)। রিপন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বোলতলী গ্রামের মৃত ইদ্রিস দপ্তরির ছেলে। এক পক্ষ বলছে ঘটনাটি আতœহত্যা, অপর পক্ষ বলছে এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঝুট ব্যবসা নিয়ে রিপনের সাথে বিভিন্ন লোকজনের প্রায় সময় কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে রিপনের আতœীয়-স্বজনরা বলেছে। বাড়ির মালিক জুয়েল জানান, রোববার রাতে রিপনের স্ত্রী বাসায় এসে ঘরের দরজা খোলা পেয়ে আমাদেরকে খবর দেয়। তখন আমরা তার স্ত্রীসহ ঘরে ভিতর ঢোকে রিপনের লাশ খাটের উপর পরে থাকতে দেখি। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন কিছু বলা যাচ্ছে না তদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।