
গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আহত হয়েছেন আরো অনেকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
শনিবার সকাল ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে। বয়লার বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ দুজনসহ ঢামেকে ১৯ জনকে ভর্তি করা হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়। ঢামেক হাসপাতালে আনার পর মারা গেছেন আনোয়ার হোসেন (৪০), দেলোয়ার হোসেন (৪০) ও অজ্ঞাত এক নারী।
এ ছাড়া ঘটনাস্থল থেকে জয়নাল, ইসমাইল, মামুন, নয়ন, রাশেদ, কারখানার শিফট ইনচার্জ সুবাস রায়, প্রিন্টিং সহকারী রফিকুল, অপারেটর রেদোয়ান, নিরাপত্তারক্ষী হান্নানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।