টঙ্গীতে অগ্নিকান্ডের ঝুঁকি ও কারন চিহ্নিতকরণ প্রতিরোধে করণীয় বিষয়ক সভা

মো. রবিউল ইসলাম, টঙ্গী: গাজীপুরের টঙ্গী মিলগেট নামাবাজার এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম হোসেনের সভাপতিত্বে গাজীপুরের টঙ্গীতে অগ্নিকান্ডের ঝুঁকি ও কারন চিহ্নিতকরণ প্রতিরোধে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যাস) মেজর এ কে এম শাকিল নেওয়াজ, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার, গাসিক সচিব মো. আসলাম হোসেন, ডিডি গাজীপুর মো. আকতারুজ্জামান, কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার বিশ্বজিত কুমার, ভার্কের উপনির্বাহী পরিচালক মো. ইয়াকুর হোসেন, ভার্ক প্রজেক্টের নলেজ ম্যানেজম্যান্টের অফিসার শাকিব ইমতিয়াজ, টঙ্গী ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবী মো. সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ প্রবর্তিত দুর্যোগগুলোর মাঝে অগ্নিকান্ড অন্যতম। অগ্নিদগ্ধ হয়ে প্রাণনাশের ঘটনা প্রতি বছরই বাড়ছে। কেবল ২০১৩ সালেই ৮৮৬৮টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে যার অধিকাংশই ঘটেছে ঢাকা চট্রগ্রাম অ লে। বাংলাদেশ ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ৭২% অগ্নিকান্ডের ঘটনা ঘটে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে। অগ্নিকান্ডের করনে ঘটে যাওয়া দুর্যোগের সম্ভাবনা কমাতে দরকার সচেতনতা।