
অমল ঘোষ: গাজীপুরের টঙ্গীতে একটি বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় আব্দুর রহমান জাবেদ (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। পাগার ঝিনুমার্কেট এলাকায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
আব্দুর রহমান ময়মনসিংহ জেলার সদর থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৩ টায় পাগার ঝিনুমার্কেট এলাকার প্রবাসী সাদেক আহমেদের টিনসেড বাড়ির একটি রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের আঁচ পেয়ে ঘুমন্ত আব্দুর রহমান জাগরিত হয়ে আর্তচিৎকার করতে থাকে। এক পর্যায়ে সে রুমে থাকা খাটের নিচে লুকিয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই রুমে থাকা স্থানীয় মাদ্রাসার শিশু শিক্ষার্থী আব্দুর রহমান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই ফরহাদ হোসাইন ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, শুক্রবার বিকেলে উল্লেখিত এলাকার ওই বাড়িতে আগুন লাগার খবর পেযে ঘটনাস্থলে ছুটে যাই। দুইটি ইউনিট নিয়ে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে বসত বাড়ির ৪টি রুম পুড়ে যায় ও একজন শিশু নিহত হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে।