টঙ্গীতে অস্ত্রসহ আটক ৩

আটক

রবিউল ইসলাম, টঙ্গী ॥
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা সাতাইশ রোড এলাকা থেকে দেশিয় অস্ত্রসহ ৩ জন্যকে আটক করেছেন টঙ্গী মডেল থানা পুলিশ । গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো. সজিব (২৫), মো. ইকবাল হোসেন (২৪), মো. রাকিব (২৮)।
পুলিশ জানায়, গাজীপুরা সাতাইশ রোড চায়না গেট এলাকায় সোমবার রাতে একদল সন্ত্রাস ডাকাতির চেষ্টা চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তিনটি দেশিয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।
এব্যপারে টঙ্গী মডেল থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুধ্যে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।