টঙ্গীতে আগুনে রেলসেতুর চলাচল এক লাইনে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় আগুনে রেলসেতুর কয়েকটি পিলার ও স্লিপার ক্ষতিগ্রস্ত হওয়ায় এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এলাকাবাসী ও টঙ্গী ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রুটের টঙ্গী বাজার এলাকার একটি রেলসেতুর পাশে স্তূপ করে রাখা পলিথিনের বস্তায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, পলিথিনের বস্তা থেকে সৃষ্ট আগুনে পশ্চিম পাশের রেলসেতু পিলার এবং কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অপর সেতু দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।