টঙ্গীতে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

রবিউল ইসলাম, টঙ্গীঃ গাজীপুরের টঙ্গীতে সাবেক যুবলীগ নেতা কামাল হোসেনকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী রেল স্টেশন সংলগ্ন একটি পরিত্যাক্ত ভবন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল হোসেন বিসিক এলাকার মৃত ওলিউর রাহমানের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সিঃ সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, টঙ্গী রেল স্টেশনের পাশে একটি ওই পরিত্যাক্ত ভবনে পেটে ছুরিবিদ্ধ অবস্থায় কামাল হোসেনের লাশ পড়ে থাকতে দেখে স্থনীয়রা থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কাহার খুন করেছে বলা যাচ্ছেনা। তবে তদন্তের পর বলা যাবে খুনের কারন।