টঙ্গীতে ঝুটের গোডাউনে আগুন

রবিউল ইসলাম, টঙ্গী:  গাজীপুরের টঙ্গীতে পাঁচটি ঝুটের গোডাউনে আগুন। বুধবার সকাল সাড়ে ৭টায় মিলগেট এলাকায় রুবেলের গোডাউন থেকে আগুনের সুত্রপাত। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টাকা, মালপত্রসহ সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিকরা জানান, এ অগ্নিকান্ডে নগদ টাকাসহ প্রায় ৩৫লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুল রহমান জানান, সকাল সাড়ে ৭ টায় মিলগেট এলাকার রুবেলের গোডাউনে আগুন লাগে। পরে পাশের আমির হোসেন, বাবলু মিয়া, সুমন, মহসিন মুন্সি ও ফারুকের ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।