টঙ্গীতে টিসিবির পণ্যসহ তিন কালোবাজারী গ্রেফতার

গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুর মহানগরীর টঙ্গী বাজারে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেফতার করে সোমবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলো- শাহ সুলতান (৪৫), মো. হেলাল (২৮) ও মো. নিজাম (৩২)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য আটক করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের (টঙ্গী জোন) সিনিয়র সহকারী কমিশনার থোয়াই অং প্রæ মারমা জানান, রোববার (২৬ এপ্রিল) রাতে টিসিবির পণ্য টঙ্গী বাজার দোকানে বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে পণ্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪ বস্তা পেঁয়াজ, ১ বস্তা ডাল, ৩ বস্তা চিনি ও ২ বস্তা ছোলা আটক করা হয়। তিনি আরও জানান, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিসিবির স্থানীয় ডিলার মো. অলিউল্লাহ কাছ থেকে ওই পণ্য পাইকারী দরে কিনে খুচরা মূল্যে বাজারে বিক্রির করার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের শেষে সোমবার গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।