গাজীপুর : টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী রেলজংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। পরনে সাদা ছাপা শাড়ি রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে টার দিকে টঙ্গী রেলজংশনের দক্ষিণপাশে ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
টঙ্গী জংশন ফাঁড়ির পুলিশের এসআই এমদাদুল হক জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।