টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নারায়নগঞ্জের অভিযানে নিহত নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সালাহ উদ্দিন কামরান (৩০) নামে এক জেএমবি কে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গত বুধবার দিনগত রাতে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিতিত্বে খবর পেয়ে তাকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে আটক করা হয়। সালাহ উদ্দিন কল্যাণপুরের তাজ মঞ্জিলে (জাহাজ বাড়ি) পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমেরও ঘনিষ্ঠ ছিলেন। সে জঙ্গি আদর্শে দীক্ষিত হওয়ার পর গত মে মাসে ঢাকায় চলে আসে এবং আটক জঙ্গি রাকিবুল হাসন রিগেনের কাছে পাইকপাড়ায় প্রশিক্ষন নিতো।