টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গী মাছিমপুর কামারপাড়া রোড এলাকা থেকে ৯ শত বোতল ফেন্সিডিল ও একটি পিকাপ ভ্যানসহ মোঃ নুরুল ইসলাম (৩২) পিতা মোঃ আবুল হোসেন ও মোঃ শহীদুল ইসলাম (৪৫) পিতা মৃত গিয়াস উদ্দিন নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়।
থানা সুুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২ টার দিকে একটি পিকাপ ভ্যানে করে মাদক বেচা কেনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে টঙ্গী কামার পাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে একটি পিকাপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১১-৭৪১৫) ও চারটি প্লাস্টিকের সাদা বস্তায় ৯ শত বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
এব্যপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।