টঙ্গীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় শনিবার দুপুরে মহানগর বিএনপির আহবায়কের দলীয় কার্যালয়ে গাছা মেট্রো থানা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় গাছা থানা বিএনপি কমিটির ৫ জনের নাম ঘোষণা করা হয়।

মহানগর বিএনপির আহবায়ক, সদস্য সচিব ও ১নং যুগ্ম-সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার। উদ্বোধক ছিলেন সদস্য সচিব সোহরাব উদ্দিন, প্রধান আলোচক ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত হোসেন সরকার।

গাছা থানা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইদ্রিস খানের স ালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির রাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুল, ৩২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিনিধিদের ব্যালট ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে নব ঘোষিত গাছা থানা বিএনপির কমিটিতে আসাদুজ্জামান আসাদ সভাপতি, মোস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান (সাবেক কাউন্সিলর) ১ নং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর হাজারী সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এ সময় অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন বর্তমান সরকারের সমালোচনা করে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া তত্ত¡াবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি জানিয়ে দেশে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির বিষয়ে সরকার ব্যর্থতাকে দায়ি করেন তিনি।