টঙ্গীতে বিএনপি নেতৃবৃন্দকে সংবর্ধনা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গীতে ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিলেন একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগন। শুক্রবার রাতে স্থানীয় ফকির মার্কেট এলাকায় বিএনপি নেতা সৈয়দ জাকির হোসেনের ব্যক্তিগত অফিস কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের শাহিন আহম্মদের নেতৃত্বে মকবুল হোসেন, দুলাল হোসেন, বাপ্পি মিয়া, সাইফুল ইসলাম, হৃদয় হোসেন, মামুন মিয়া, আরমান হোসেন, আকতার হোসেন, জামাল মিয়া, মনির হোসেন হিরা, আঃ হক মিয়া, জহিরুল ইসলাম, ডেভিড রোজারিও, মিন্টু মিয়া, সাইদুল হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী।

শেষে ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, ১নং যুগ্ম সম্পাদক মোবারক হোসেন ফকির, উপদেষ্টা পরিষদের সদস্য জসিম উদ্দিন মোল্লা, ফজুল মিয়াসহ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও ফুল দিয়ে বরণ করে নেন সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।