টঙ্গীতে বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরনি ও সাংস্কিতিক অনুষ্ঠান

রবিউল ইসলাম টঙ্গী : গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় গত কাল শনিবার বিকাল (৫টায়) রওশনার সাদ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরনি ও সাংস্কিতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন গাজীপুর সিটি কর্পারেসন এর ভারপ্রাত মেয়র আসাদুর রহমান কিরন  উক্ত অনুষ্ঠানে সভাপ্রত্বিত করেন হাজী আব্দুল জলিল গাজী (অত্বর বিদ্যালয়ের মেন্যামেন্ট কর্মিটির সভাপতি),অনুষ্ঠান পরিচালনা করেন মো.জাকির হোসেন (অত্বর বিদ্যালয়ের মেন্যামেন্ট কর্মিটির সহ সভাপতি) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের (২)আসনরে সংসদ সদ্যাস জাহিদ আসান রাসেল ,বিষেশ অথিতি ছিলেন আজমত উল্লা খান,জাহাঙ্গীর আলম ও মতিউর রহমান মতি। পিষ্টপোষকতায় ছিলেন মো.বাদল মিয়া (৪৯ ওয়াড কাউন্সিলার) উপস্তিত ছিলেন কাজী মনজু ,রেজাউল করিম,বিল্লাল মোল্লা,রবিন মৃধা,আল-আমিন,এনামুল হক মনির প্রমুখ