
অমল ঘোষ, ষ্ট্যাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রলোভনে এক যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। টঙ্গী বাজার মঞ্জুরী আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর অভিযুক্ত ইসমাইল হোসেন (২৮) গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত ইসমাইল হোসেন চাঁদপুর সদরের সন্দেসপুর গ্রামের ইব্রাহীমের ছেলে। সে গাজীপুর গাছা থানার হারিকেন এলাকায় থাকত। মামলা সূত্রে জানা যায়, ওই যুবতী গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকার বাসিন্দা। ৩ বছর পূর্বে ইসমাইলের সাথে তার পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্রে বিভিন্ন জায়গায় পরস্পর দেখা করে ঘুরাঘুরি করেন তারা। গত বুধবার রাত ১১ টার দিকে দেখা করার কথা বলে ওই যুবতীকে টঙ্গী বাজার মঞ্জুরী আবাসিক হোটেলে নিয়ে যায় ইসমাইল। সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সে। এর পূর্বেও একই জায়গায় নিয়ে গিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার ধর্ষণ করে তাকে। বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত ইসমাইল যুবতীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে। উডায়ন্ত না পেয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষিতা নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্তকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।