টঙ্গীতে ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা লুট, থানায় অভিযোগ

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর গাজীপুরা শাঁলিকচুড়ার জিলানী মার্কেটের মদিনা স্টোরে টিস্যু চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে দোকানের ক্যাশ থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়েছে স্থানীয় দূস্কৃতকারীরা। এঘটনায় মঙ্গলবার রাতে ব্যবসায়ী আল-আমিন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আনোয়ার হোসেন (৩০) ও আল-আমিন (২৬)সহ ৫/৬ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন।

ব্যবসায়ী আল-আমিন জানান, টঙ্গী গাজীপুরার শালিকচুঁড়া এলাকায় জিলানী মার্কেটে মদিনা স্টোর নামে একটি মুদী দোকান রয়েছে। গত ৩১ জানুয়ারী রাত সোয়া এগারো টায় ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রহিমের দুই ছেলে আনোয়ার হোসেন ও আল-আমিনসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন দোকানে এসে তার নিকট টিস্যু চায়। টিস্যু দিতে অস্বীকার করায় উপরোক্ত ব্যক্তিরা আল-আমিনকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এনিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে তারা ওই ব্যবসায়ীকে এলোপাথারী মারধর কওে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম ও গুরত্র আহত করে। এসময় দূস্কৃতকারীরা দোকানের মালামাল তছনছ পূর্বক ক্যাশ বাক্স ভেঙ্গে ক্যাশে থাকা নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাবার সময় দূস্কৃতকারীরা এবিষয়ে কাউকে কিছু বললে বা থানা পুলিশ করলে ব্যবসায়ী আল-আমিনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে থানায় দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

জিলানী মার্কেটের একাধিক ব্যবসায়ী থানায় এসে জানান, মো. আব্দুর রহিমের দু-ছেলে আনোয়ার হোসেন ও আল-আমিন উক্ত এলাকায় গত ১৯ জানুয়ারী পানি খাওয়াকে কেন্দ্র করে ওই মার্কেটের ট্রায়ার ব্যবসায়ী মিজানুর, ব্যবসায়ী আনোয়ারকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে এমনকি স্থানীয় পুলিশ দিয়ে হয়রানীসহ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। তারা দু-ভাইয়ের অত্যাচারে ওই মার্কেটের সাধারন ব্যবসায়ীরা অতিষ্ট। তারা এ দুই ভাইয়ের অত্যাচার থেকে রক্ষা পেতে স্থানীয় পুলিশ প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।

উপরোক্ত অভিযোগের তদন্তকারী টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী জানান, দোকানের মালামাল ভাংচুর, টাকা লুট-পাটের একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।