নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের এক পাশে অবস্থতি একটি মসজিদের টিনের চাল ভেঙে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্ব ইজতেমা ময়দানের বাটা গেটের পশ্চিম পাশে ইজতেমার বিভিন্ন মালামাল রাখার স্থান ভান্ডার মসজিদে শুক্রবার জুমার নামাজের পর শতাধিক মুসল্লি দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় হঠাৎ করে মসজিদের বারান্দার টিনের চালা মুসল্লিদের ওপর ধসে পড়ে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত মুসল্লিদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।
টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র জানায়, বিকাল ৪টা পর্যন্ত ৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৫ জনকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল হাসপাতালে ছুটে যান। তিনি মুসল্লিদের চিকিৎসার খোঁজ-খবর নেন।