
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে যুবদল কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নিহত যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে শনিবার বিকাল ৪টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল ও সিনিয়র যুগ্ম আহবায়ক বেনজির রহমান খান পিন্টু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা কালাম, গাজী নাছির, জুয়েল, মশিউর রহমান, আলী, দেলোয়ার হোসেন, ছমির বেপারি, এস,এম রাসেল, আবুল হোসেন, সালাউদ্দিন মোড়ল, হানিফ মিজি, মামুন, মমেন ফকির, পলাশ, ফরহাদ, নাজিম মৃধা, নুরু, সওকত, রিগান, বিক্রম, বিএম জুয়েল, মনির, পিয়াস, তারেক, জাফর, মাসুদ, হেলিম, শাজাহান, অপু, বাদল, কৃষক মনির, লাভলু, লিটন গাজী, হামিদুল প্রমুখ।
টঙ্গী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে স্টেশন রোডে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।