টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় আহত ১৬

মো. রবিউল ইসলাম, টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আশঙ্খাজনক হারে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। এ বছরের শুরু থেকে চলতি ৬এপ্রিল পর্যন্ত সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রায় অর্ধ শতাধিক। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন নারী, শিশু, স্কুলছাত্র ও পুলিশ কর্মকর্তা। সড়ক দুর্ঘটানায় আহত হয়েছেন অন্তত দুই শতাধিক মানুষ। শুধু চলতি এপ্রিল মাসেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় ৮জন এবং আহত হয়েছে প্রায় ৩০ জন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গাজীপুরা শালিক চুড়া এলাকায় ফ্রেন্ড এন্ড ফ্যামেলি ও আলম সিএসজি পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিক্সাচালকসহ প্রায় ১৬জন যাত্রী। এদের মধ্যে এক নারী যাত্রী ও রিক্সা চালকের অবস্থা খুবই আশঙ্খাজনক। সরেজমিনে জানা যায়, ঢাকাগামী বলাকা পরিবহন ও ভিআইপি ২৭পরিবহন হুরাহুরি করে অভারটেক করার সময় ভিআইপি (ঢাকা মেট্রো-জ ১১-২৫৬০) ২৭পরিবহনটি গাজীপুরা এলাকায় আলম সিএসজি পাম্পের সামনের বিদ্যুৎতের খুটি ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। এসময় গাড়ি যাত্রী ও রিক্সা চালকসহ প্রায় ১৬জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও আশ-পাশের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।