টঙ্গীতে হাত বোমা উদ্ধার, আটক ২

মো. রবিউল ইসলাম,টঙ্গীঃ  গাজীপুরের টঙ্গী থেকে ১০ বোমাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব ১। গত সোমবার রাত সাড়ে ৯টায় বিশেষ অভিযানের মাধ্যমে টঙ্গী তিস্তার গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আবু বক্করের ছেলে মো.মতিউর রহমান (২০) ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার সিদ্দিক হোসেনের ছেলে মো.মাসুদ আহম্মেদ(২২)।
র‌্যাব-১ সুত্রে জানা যায়, টঙ্গীর তিস্তার গেট এলাকায় কতিপয় লোক হাত বোমা বানিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তিস্তার গেইট এলাকার ইউনাইটেড মডেল একাডেমি স্কুলের সামনে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। আজ মঙ্গলবার বিকেলে হাত বোমাসহ আটককৃতদের টঙ্গী থানা পুলিশে নিকট হস্তান্তর করা হয়।