টস জিতে ফিল্ডিংয়ে কলকাতার

ক্রীড়া ডেস্ক : আইপিএলের দশম আসরের ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলস। কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতেছেন গৌতম গাম্ভীর। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দলে একটি পরিবর্তন আনা হলেও খেলছেন না সাকিব আল হাসান।

৮ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ৬ ম্যাচের ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দিল্লি। অবশ্য তারা অন্যান্য দলের চেয়ে বেশ কয়েকটি ম্যাচ কম খেলেছে।