
ক্রীড়া ডেস্ক : নিজেদের দ্বাদশ ম্যাচে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ আইপিএলের দশম আসর থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতেছেন গৌতম গাম্ভীর। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতা দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। আইপিএলের শুরুতে ইনজুরিতে পরা ক্রিস লিন আজ ফিরেছেন। কাল্টার নীলের পরিবর্তে ক্রিস লিন খেলবেন। অন্যদিকে পিযূস চাওলা ও অঙ্কিত রাজপূত খেলছেন। একাদশের বাইরে চলে গেছেন কুলদীপ যাদব ও সূর্যকুমার যাদব।
এদিকে বেঙ্গালুরুর একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। শেন ওয়াটসনের পরিবর্তে আজ খেলছেন ত্রাভিস হেড। প্রথম দেখায় বেঙ্গালুরুকে লজ্জার সাগরে ডুবিয়েছিল কলকাতা। ইডেন গার্ডেনে ২৩ এপ্রিল মাত্র ৪৯ রানে বেঙ্গালুরুকে অলআউট করেছিল কেকেআর। আজ তাদের সেই হারের বদলা বেঙ্গালুরু নিতে পারে কিনা দেখার বিষয়।
১১ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ জিতলে রাইজিং পুনে সুপারজায়ান্টকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে। অন্যদিকে ১২ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে বেঙ্গালুরু। গেল আসরের ফাইনালিস্টদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে।