ক্রীড়া ডেস্ক : বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। টস জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ফিল্ডিং করছে চিটাগং।
৬ ম্যাচে মাঠে নেমে ১টিতে জয় পেয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে ৬ ম্যাচের ২টিতে জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। আজ জয় পেলে বরিশাল বুলসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার সুযোগ পাবে তামিম ইকবালের চিটাগং।