
মিরপুরে শের-এ বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার (৩ মার্চ) স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টস করতে নামেন আফগান দলপতি অলরাউন্ডার মোহাম্মদ নবী। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দলে আজ অভিষেক হচ্ছে বিপিএলে চমক দেখানো মুনিম শাহরিয়ার ও ইয়াসির রাব্বির। ইনজুরিতে বাদ পড়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।
আফগানিস্তান দলেও অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।
দুদলের ছয়বারের দেখায় এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ ম্যাচে ১৩৮ রান করেছেন টি-২০ অধিনায়ক। স্ট্রাইক রেট ১১৬ দশমিক নয় চার। এরপরই ১২৫ রান করে ২ নম্বরে আছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। ২ রান কম নিয়ে সাকিব আছেন তিনে। আফগানিস্তানের বিপক্ষে এ সিরিজে রিয়াদ ও সাকিবের সামনে সুযোগ থাকছে টি-টোয়েন্টি ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার। রিয়াদের ২৯ আর সাকিবের প্রয়োজন ১০৬ রান।
এদিকে আফগানদের বিপক্ষে ম্যাচটি জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতি করবে টাইগাররা। আফগানদের হটিয়ে উঠে আসবে ৯-এ।
তবে সিরিজ হারলে বাংলাদেশ চলে যাবে দশে। তাই ওয়ানডের মতো পয়েন্ট নিয়ে চিন্তা না থাকলেও র্যাঙ্কিং ভাবনায় এই ম্যাচ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।
বাংলাদেশ একাদশ:
মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।