
ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে গেছে মাত্র ১১৫ রানে। ব্যাটিংয়ের হতাশা ধরা দিল বোলিংয়েও।
প্রথম ওভার থেকে শুরু করে পুরো ম্যাচেই ক্যাচ মিসের চিত্র দেখালেন বাংলাদেশের ফিল্ডাররা।
ক্যাচ মিসের মহড়ায় ফল আর নিজেদের পক্ষে আনতে পারল না লাল-সবুজের দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরে গেল বাংলাদেশ।
সিরিজের শুরুটা স্বপ্নের মতো করেছিল। ব্যাটে-বলের দাপটে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরে শেষটা রাঙাতে পারল না মাহমুদউল্লাহর দল। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টিতে ১-১ ব্যবধানের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন শততম টি-টোয়েন্টি খেলতে নামা মুশফিকুর রহিম।
বাংলাদেশের দেওয়া ১১৬ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারেই জয় তুলে নেয় আফগানিস্তান। যদিও শুরুর মোমেন্টাম ছিল বাংলাদেশেরই। ইনিংসের প্রথম ওভারেই সুযোগ তৈরি করেছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তৃতীয় বলে বলেই হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটের কানায় লেগে বল উপরে উঠে যায়। উইকেট থাকা নাসুম দাঁড়িয়ে থেকে সহজ ক্যাচ পেয়েও নিতে পারেননি। জীবন পেয়ে জাজাই খেলেন ৫৯ রানের ইনিংস। তাঁর সঙ্গে থাকা উসমান গনিকেও দুবার জীবন দেয় বাংলাদেশ। সহজ ক্যাচ হাতছাড়া করে তাঁকে জীবন দেন আফিফ হোসেন। এরপর দ্বিতীয়বার জীবন দেন নাঈম শেখ। দুবার জীবন পাওয়া উসমান খেলেন ৪৭ রানের ইনিংস। আর ক্যাচ মিসের মহড়ার ম্যাচে বাংলাদেশকে মাঠ ছাড়তে হয় চরম হতাশা নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১১৫/৯ (মুনিম ৪, লিটন ১৩, নাঈম ১৩, সাকিব ৯, মুশফিক ৩০, মাহমুদউল্লাহ ২১, আফিফ ৭, মেহেদী ০, নাসুম ৫, শরিফুল ০, মুস্তাফিজ ৬; রশিদ ৪-০-৩০-১, ফারুকি ৪-০-১৮-৩, নবী ৪-০-১৪-১, আজমতউল্লাহ ৪-০-২২-৩, জান্নাত ২-০-১৭-০, আশরাফ ২-০-১০-০)।
আফগানিস্তান : ১৭.৪ ওভারে ১২১/২ (গুরবাজ ৩, জাজাই ৫৯, উসমান ৪৭, রাসোলি ৯ ; সাকিব ৩-০-৩২-০, নাসুম ৩.৩-০-২৯-০, মুস্তাফিজ ৩-০-১৩-০, শরিফুল ৩-০-২৫-০, মেহেদী ৪-০-১৯-১, মাহমুদউল্লাহ ১-০-২-১)।
ফল : ৮ উইকেটে জয়ী আফগানিস্তান।
সিরিজ : ১-১ ব্যবধানে ড্র।