টাইমস স্কয়ারে একটি দ্রুত গতির গাড়ি পথচারীদের উপরে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একটি দ্রুত গতির গাড়ি পথচারীদের উপরে উঠিয়ে দেওয়ায় এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর বয়স ১৮ বছর। গাড়ি চালক নৌবাহিনীর প্রাক্তন সদস্য। তাকে গ্রেপ্তার করা হয়েছে। রিচার্ড রোজাস নামের ওই ব্যক্তি হয় মাতাল ছিলেন অথবা মাদক নিয়েছিলেন। এর আগেও মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, সর্বশেষ পাওয়া তথ্যের ভিত্তিতে এটি কোনো সন্ত্রাসী কাজ নয় বলে তারা প্রমাণ পেয়েছেন।

নিউ ইয়র্কের অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, ‘১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাড়িটি ফুটপাতে উঠে পথচারীদের ধাক্কা দিয়েছিল।

ম্যানহাটনের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ার দিয়ে প্রতিদিন তিন লাখ মানুষ চলাচল করে। এদের মধ্যে একটি বড় সংখ্যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া পর্যটক।