টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদরের কান্দিলায় বাসের ধাক্কায় ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুইজন।
শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
হাইওয়ে মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নারীর লাশ উদ্ধার করে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।