টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা কহিক প্রামানিকের ছেলে রহিম প্রামানিক (৪০) ও তার ভাগনি চাটমোহর উপজেলার হাসান আলীর মেয়ে আঁখি পারভীন (১৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, মোটরসাইকেলে ওই দুজন পাবনা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। তারা কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় এলে একই দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আঁখি পারভীনের মৃত্যু হয় এবং মোটরসাইকেল চালক রহিম প্রামানিককে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।