টাঙ্গাইলের জঙ্গি আস্তানা একটি ড্রোন, দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক দ্রব্য, একটি ড্রোন, দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ভাইকে আটক করা হয়।

এদিকে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

র‌্যাব-১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, কালিহাতী উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার একটি একতলা বাড়িতে কয়েকজন জঙ্গি অবস্থান করছিল। খবর পেয়ে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে বাড়ির মালিক আবুল হোসেন চিশতির দুই ছেলেকে আটক করা হয়। তারা হলেন- নুরুল হুদা মাসুম (৩০) ও তার ছোট ভাই মাজহারুল ইসলাম খোকন (২৮)। তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরে অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে মাসুম দারুল ইসলামী মাদরাসায় নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। সেখানে পড়া অবস্থাতেই তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে। মাসুম জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি সাংগঠনিকভাবে ‘উফফে জামানা সন্ত্রাসী কোফরা’ নামে পরিচিত। তার ছোট ভাই খোকন ইস্টার্ন ইউনিভার্সিটিতে ত্রিপোলিতে লেখাপড়া করতেন। ২০১২ সালে তিনি লেখাপড়া বাদ দিয়ে ভাইয়ের সঙ্গে জেএমবিতে যোগ দেন। খোকন তার বড় ভাই মাসুমকে প্রযুক্তিগত সহায়তা দিতো। বাড়ি থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, এই ড্রোন দিয়ে তারা নাশকতার পরিকল্পনা করেছিল। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ছিল তাদের টার্গেট। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।