টাঙ্গাইলে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক করেছে র‌্যাব।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)।

র‌্যাব-১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, কালিহাতী উপজেলার মসিন্দা এলাকার আবুল হোসেন চিশতির বাড়িতে জঙ্গিরা অবস্থান করছিল। খবর পেয়ে টাঙ্গাইল র‌্যাব-১২ এর একটি দল সোমবার রাত ১১টার ওই বাড়িটি ঘিরে ফেলে। পরে রাত ৩টার দিকে ওই বাড়ি থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরে জঙ্গি সন্দেহে একটি বাড়িতে অভিযান চলছে।

তিনি আরো জানান, বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা রওনা দিয়েছে। তারা ঘটনাস্থলে আসার পরে অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।