টাঙ্গাইলে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া এলাকা থেকে হারুন খান (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারটিয়ার এলাংজানী নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি কালিহাতী উপজেলার খইলা নয়াপাড়া গ্রামের সামাদ খানের ছেলে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার সন্ধ্যায় হারুন বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সকালে সদর উপজেলার এলাংজানী নদীর পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।