টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

হাইওয়ে মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত ও ১৫ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে আরো একজন মারা যান।