টাঙ্গাইলে মোটরসাইকেল রেস করতে গিয়ে ২ বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : মোটরসাইকেল রেস করতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর ইসলাম জানান, দুপুরে ময়মনসিংহ থেকে ফেরার পথে মধুপুরের টেলকি এলাকায় কয়েকজন যুবক মোটরসাইকেল প্রতিযোগিতা করছিল। এ সময় মোটরসাইকেলের চাকা পিছলে সোহাগ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। সোহাগ টাঙ্গাইল সদর উপজেলার হাজরাঘাট এলাকার মজুনু মিয়ার ছেলে।

তিনি আরো জানান, এ ঘটনায় গুরুত্বর আহত মোটরসাইকেলের অপর আরোহী হিমেলকে (২৪) প্রথমে টাঙ্গাইল মেডিক্যাল কলেজে নেওয়া হয়। সেখানে থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। হিমেল হাজরাঘাট এলাকার লিয়াকত আলীর ছেলে।