
টাঙ্গাইল : টাঙ্গাইল পৌরসভার কাগমারা এলাকায় র্যাবের অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে কাগমারার মির্জামাঠ এলাকার আজাহার আলী মাস্টার নামে এক ব্যক্তির তিন তলা বাড়িতে অভিযান শুরু করে টাঙ্গাইল র্যাব-১২ (ক্রাইস প্রিভেনশন কোম্পানি)। টাঙ্গাইল র্যাব-১২-এর অধিনায়ক মো. শাহাবুদ্দিন খান বলেন, সন্দেহভাজন জঙ্গিরা আজাহার আলী মাস্টারের তিন তলা বাড়ির নিচতলা ভাড়া নেয়। আজ সকালে তারা ওই বাসায় ওঠে। ওই বাসায় জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সকালে ওই বাড়িটি ঘিরে ফেলা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ভিতর থেকে ‘আল্লাহ আকবর’ বলে গুলি বর্ষণ শুরু করে সন্দেহভাজন জঙ্গিরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। ধারণা করা হচ্ছে র্যাবের গুলিতে দুইজন নিহত হয়েছে।
এ সময় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। তারা হলেন- করপোরাল সাইফুল ও সৈনিক রেজাউল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।