নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদরে ছিনতাই করে পালানোর সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যের গুলিতে নুরন্নবী (২০) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।
সোমবার রাত পৌনে ৯টায় সদরের দরুন এলাকায় এই ঘটনা ঘটে। নুরন্নবী টাঙ্গাইল শহরের থানা পাড়া এলকার পাকু শেখের ছেলে।
র্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি চাপাতি ও নুরন্নবীর ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।