টাঙ্গাইলে সিএনজি অটোরিকশা খাদে পড়ে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : রোববার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-নাগরপুর সড়কের বেড়াবুচনায় অটোরিকশাটি খাদে পড়ে যায়। নিহত যাত্রীর নাম শহিদুল ইসলাম (৩৫)। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

শহিদুল দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামের নছু মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইল শহরের টেইলার্সে দর্জির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, সকালে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা টাঙ্গাইল-নাগরপুর সড়ক ধরে টাঙ্গাইল শহরে আসছিল। পথে বেড়াবুচনায় সেটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অটোরিকশাটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে যাত্রী শহিদুল ইসলাম মারা যায়।

পরে স্থানীয়রা অপর তিন যাত্রীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।