টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চার আহত এক

মোহাম্মদ হাসান আলী, জেলা ব্যুরোচীফ টাঙ্গাইলঃ জেলার কালিহাতি থানার বঙ্গবন্ধু মহাসড়কে চরভাবলা নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয় ও একজন গুরুতর আহত হয় ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ওসি শফিকুল ইসলাম জানায় উত্তরবঙ্গগামী একটি দাড়ানো ট্রাকে ঢাকা থেকে আসা দ্রুতগামী অপর একটি ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দিলে চলতি ট্রাকে টিন ভর্তি ও টিনের উপর পাঁচ / ছয়জন যাত্রি টিনের চাপা পড়ে ঘটনাস্থলে তিনজন নিহত হয় ও দুই জন গুরুতর আহত হয় ।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায় আহত অপরজন টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি রয়েছে । নিহতদের মধ্যে একজন সিরাজগগঞ্জ সদর উপজেলার রেজাউল করিম (৩৫) এবং অপরজন একই জেলার শাহজাতপুর উপজেলার শাহ আলম (৩২) । নিহত অপর দুইজনের নাম ঠিকান জানা যায়নি তবে পুলিশের ধারনা নিহত ও আহতগন সবাই অল্প আয়ের লোক‌ ।