টাঙ্গাইল-৪ শূন্য আসনের উপ-নির্বাচন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল-৪ শূন্য আসনের উপ-নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই ভোট চলবে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

আসাদুজ্জামান জানান, আইনি জটিলতা কাটিয়ে ওঠায় এ নির্বাচনের ওপর আর কোনো বাধা নেই। নির্বাচন উপলক্ষে ইসির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, নির্বাচনে পুলিশ, আনসার, ব্যাটালিয়ন আনসারের ২২ জন করে সদস্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনী এলাকায় ভোটের পর দিন পর্যন্ত বিভিন্ন বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।

নির্বাচনে মোট ৩ লাখ ৭ হাজার ৭৭০ জন ভোটার রয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা ১০৭টি এবং ৬৬১টি ভোটকক্ষ রয়েছে। এছাড়া ১০৭ জন প্রিজাইডিং অফিসার ও ৬৬১ জন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে।

এর আগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী দলের প্রাথমিক পদ হারালে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।