টিকাটুলীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাম হোসেন (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন শাহীদা বেগম (৪০), মো. সুজন (২৮)। আহত আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওই সড়কে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মফিজ মিয়া জানান,  সায়েদাবাদ থেকে ছেড়ে আসা ৮ নম্বরের একটি বাস টিকাটুলী মোড়ে এলে চালক নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের আইল্যান্ডে উঠে এক পাশ কাত হয়ে যায়। এতে গোলাম হোসেনসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে গোলাম হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।