টি-টোয়েন্টিতে ইমরুলের ক্যারিয়ার সেরা ইনিংস

ক্রীড়া ডেস্ক : ২০১০ সালের ১ মে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ইমরুল কায়েসের। এরপর গেল ৭ বছরে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। মোট রান করেছেন ৬৭। সর্বোচ্চ রান ছিল ২২।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তামিম ইকবালের পরিবর্তে মাঠে নামেন। সৌম্য সরকারের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন। যা বাংলাদেশের প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রান। পাশপাশি ইমরুল ৩৬ রান করে রান আউটে কাটা পড়েন। এটি টি-টোয়েন্টিতে ইমরুলের ক্যারিয়ার সেরা ইনিংস।

২৫ বলে খেলা ৩৬ রানের ইনিংসে ৪টি চারটি চার ও ১টি ছক্কার মার ছিল।