টি-টোয়েন্টিতে পয়েন্ট বেড়েছে বাংলাদেশে ক্রিকেট দলের

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টিতে পয়েন্ট বেড়েছে বাংলাদেশে ক্রিকেট দলের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের বার্ষিক টি-টোয়েন্টি পয়েন্ট টেবিল হালনাগাদ করেছে। ওয়ানডেতে রেটিং পয়েন্ট কমলেও টি-টোয়েন্টি ফরম্যাট সদ্য হালনাগাদে ৪ পয়েন্ট উন্নতি হয়েছে বাংলাদেশের। তবে র‌্যাঙ্কিংয়ে অবস্থান আগের জায়গাতেই রয়েছে টাইগারদের।

৪ পয়েন্ট উন্নতিতে ৭৪ থেকে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে এখন দাঁড়িয়েছে ৭৮ এ। এ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের দশম স্থানেই রয়েছে সাকিব-তামিম-মুশফিকরা।

এদিকে দুই রেটিং পয়েন্ট কমলেও ১২৫ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। তবে সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে ইংল্যান্ডের। ৭ রেটিং পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন ১২১। পয়েন্টের উন্নতিতে তিন ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছে দলটি।

৫ রেটিং পয়েন্ট উন্নতিতে র‌্যাঙ্কিয়ে এগিয়ে এসেছে পাকিস্তান। ১২১ র‌্যাটিং পয়েন্টে এক ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছে পাকিস্তান। অন্যদিকে ৬ রেটিং পয়েন্ট কমায় (১১৮) দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে নেমে এসেছে ভারত। তাদের মতো দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকাও।