টুঙ্গিপাড়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব টুঙ্গিপাড়া শাখার হল রুমে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: আসাদ শেখ।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত কয়েক দিন যাবত বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকায় আমাদের কয়েক ভাইয়ের বিরুদ্ধে একটি মুক্তিযোদ্ধা পরিবারের জমি দকলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা একটি কুচক্রী মহল সাংবাদিকদের কে ভুল বুঝিয়ে উক্ত সংবাদটি প্রকাশ করায়। মুলত মুক্তিযোদ্ধা আব্দুল হাই সিকদার স্থানীয় নজরুল হকের কাছ থেকে দলিল মুলে ১৯৭৪ সালে ২ একর সম্পত্তি ক্রয় করে যার দাগ নং-৪৯৫/৪৯৮, খতিয়ান নং-১/১এস এ ১/৭ কিন্তু ওই পরিবারটি ৪৯৫/৫ দাগের জমি দখল করার চেষ্টা করে যে জমিটির মালিক বোরহান ও তার ভাইয়েরা। ওই জমিটি দখল করার জন্য মুক্তিযোদ্ধা পরিবার গোপালগঞ্জ দেওয়ানী আদালতে একটি মামলা করে যার নং-৪৯/৮ এবং আদালত তাদের পক্ষে রায় প্রদান করে। বর্তমানে তারা শান্তিপুর্ন ভাবে উক্ত জমিটি ভোগ দখল করিয়া আসিতেছে।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে আরো বলেন, আমাদের আকুল আবেদন প্রশাসন ও সাংবাদিক ভাইয়েরা এলাকায় এসে সাধারন মানুষের সাথে কথা বলে একটি সুষ্ঠ, সুন্দর ও গঠন মুলক সংবাদ পরিবেশনের অনুরোধ করছি। আমার যে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা করছি তা যেন প্রশাসন তদন্ত করে দেখেন তার অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে আরো বলেন, আমরা যে হিন্দু পরিবার আমাদের ভয়ে দেশ ছাড়া হয়েছে কি না তাও তদন্ত করিয়া প্রশাসনকে ব্যস্থা নেওয়ার অনুরোধ করছি। মুলত হিন্দুদের রেখে যাওয়া সম্পত্তি সরকার খাস খতিয়ান করে। আমরা সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছি। মুক্তিযোদ্ধা পরিবার আদালতের রায়কে জাল করে একটি মিথ্যা রায়ের কপি নিয়ে আসে। যাহা সম্পুর্ন জালিয়াতি তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ সময় তার ভাই বোরহান শেখও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।